নতুন করে আরও দুই দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০০
নির্বাচন কমিশন (ইসি) দীর্ঘ প্রক্রিয়া ও তদন্তের পর নতুন রাজনৈতিক দল হিসেবে আরও দুটি সংগঠনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধনের দাবিতে ইসির সামনে টানা ১২৫ ঘণ্টা অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এবং জনতার দল—এই দুই দলই এবার নিবন্ধন পাচ্ছে।
ইসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে কয়েক দফা তদন্ত শেষে দল দুটি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। এর আগে নতুন দুটি দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—ইসির নিবন্ধন পেয়েছে।
আরও পড়ুন: ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প, কারণ জানাল আবহাওয়া অফিস
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পুনঃতদন্তে দেখা গেছে, আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যকর কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে। নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘দল দুটির বিষয়ে কারও আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি কমিশনের অনুমোদনের জন্য নথি আকারে উপস্থাপন করা হয়েছে। কমিশন সম্মতি দিলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’