ঢাবিতে বিজয়ের মাস উদযাপনে আলোকসজ্জা ১৫ ও ১৬ ডিসেম্বর
- ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজয়ের মাস উদযাপনে এ বছর আলোকসজ্জা হবে না বলে তথ্য ছড়িয়েছে ফেসবুকে। গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারও ১৫ এবং ১৬ ডিসেম্বর রাতে আলোকসজ্জা করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রতি বছরের মতোই বিজয়ের মাসের প্রথম দিনে এবারও বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
এ উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ১৫ এবং ১৬ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা করা হবে। অন্যান্য বছর পুরো মাসজুড়ে আলোকসজ্জা করা হয় বলে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই মাসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সদা সচেষ্ট। এ অবস্থায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।