হামজা-শমিত সোমদের তিন ম্যাচ থেকে কত আয় করল বাফুফে

বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে এক নব জাগরণ শুরু হয়েছে। খেলার মাঠ থেকে শুরু করে দর্শক গ্যালারিতে দেখা দিয়েছে উচ্ছ্বাস। ফুটবলের এই উচ্ছ্বাসের মধ্যে দিয়ে ফুলে ফেঁপে উঠেছে বাফুফের অর্থনীতির চাকাও। ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সবশেষ তিন ম্যাচ থেকে প্রায় চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এ তিন ম্যাচের আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। তবে সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু আয়ের অঙ্কটাই জানান।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে। এরপরেও আরও কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলো আমরা পরবর্তীতে জানাব।

আজকের সভার অন্যতম আলোচ্যসূচি ছিল এশিয়া কাপ বাছাইয়ের তিন ম্যাচের আয়-ব্যয়। আয় জানানো হলেও ব্যয় নয় কেন। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ হয়েছিল। ৬ মাস হতে চললেও কেন ব্যয় জানা যাবে না-এই প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম।’

উল্লেখ্য, হামজা-শমিতরা আসায় দেশের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে জোয়ার। সেইসঙ্গে জাতীয় দলে যুক্ত হয়েছেন জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। যে কারণে দেশের ফুটবলে ফিরেছে প্রাণ।