ল্যাটিন বাংলা সুপার খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব

আর্জেন্টিনা দল
আর্জেন্টিনা দল © সংগৃহীত

ল্যাটিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় এসেছে পৌচ্ছেছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের দুই ক্লাব। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় সকালে অবতরণ করে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। এর আগের দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) উপস্থিত হয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশসহ তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট।  

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতার। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ব্রাজিলের সাও বার্নার্দো ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর ফিউচার স্টারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। আর ১১ ডিসেম্বর হবে দুই লাতিন ক্লাব সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোনের মধ্যকার স্বপ্নের লড়াই।

ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক টুর্নামেন্টের শেষ দিনে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত ১০ ভাগ্যবান দর্শক সরাসরি দেখা করার সুযোগ পাবেন দুই ফুটবল মহাতারকার সঙ্গে।