নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি
নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নাফ নদীর হোয়াইক্যং ঝিমংখালি অংশ থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার আবুল কাশেসের ছেলে মো. সেলিম (৫০) এবং উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)। স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ভোররাতে জেলেরা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা এসে দু’জনকে আটক করেন, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।

মাছ শিকারের সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল বলে তিনি জানিয়েছেন। তবে জেলেদের কোথা থেকে আটক করা হয়েছে—সীমান্তের অংশ থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে—সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে এখনও কেউ দুই জেলের আটকের বিষয়টি জানায়নি। তিনি বলেন, এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।