টি-টোয়েন্টি দলে ফিরলেন হার্দিক, আছেন গিলও

ভারতীয় দল
ভারতীয় দল © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে ইনজুরি কাটিয়ে দুই মাস পর দলে ফিরলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ভারতের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শুভমান গিল কলকাতায় প্রথম টেস্টের পর থেকে ঘাড়ের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তিনিও দলে ফিরেছেন। বিসিসিআইর সেন্টার অব এক্সিলেন্স (সিওই) এর সবুজ সঙ্কেত পেলে মাঠে নামতে পারবেন এই ওপেনার।

তবে রিঙ্কু সিং ও অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি দল থেকে বাদ পড়েছেন। বর্তমানে উত্তর প্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন রিঙ্কু।

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। পাঁচ ম্যাচের এই সিরিজ আগামী ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে কাটাক, নিউ চন্ডিগড়, ধর্মশালা, লখনৌ ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে তারা।

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আক্সার প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদ্বিপ যাদব, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দর।