রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা
- ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫
রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) বিভিন্ন ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫১৬ জন।
বুধবার (৩ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রচারিত ২০১১ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে প্রার্থীদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন এখানে