সরকারি হলো আরও একটি স্কুল

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১৪টি স্কুল সরকারি হলো। ফলে এখন দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ৬৯৪টি।

সোমবার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন (উক্ত উপজেলায় মোট কয়টি বিদ্যালয় রয়েছে, সরকারি বিদ্যালয় রয়েছে কিনা, বিদ্যালয়টির অবস্থান, বিদ্যালয়ের নিজস্ব জমি রয়েছে কিনা, ছাত্র-ছাত্রী কত, বিদ্যালয়ের ভবনের অবস্থাসহ যাবতীয় বিষয়াদি); প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন; উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বৈশাখীভাতা ও ০২টি উৎসবভাতাসহ বাৎসরিক বেতন-ভাতা বাবদ কত টাকা প্রয়োজন হবে সে সংক্রান্ত তথ্য; প্রতিষ্ঠানটির স্থায়ী ও অস্থায়ী সম্পদ হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারি করে সকল প্রকার নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম বন্ধ রাখা; শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরের নিমিত্ত Deed of Gift সম্পাদন করে পাঠাতে  হবে।

এর আগে গত ২৭ অক্টোবর যশোরের অভয়নগর উপজেলার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়। 

গত ১৬ সেপ্টেম্বর একই শর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় সরকারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও গত ১০ জুলাই খুলনার খালিশপুর উপজেলার পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।