জিএসটি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

পরীক্ষার হল
পরীক্ষার হল © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ। অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। সম্প্রতি জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৪দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। 

এর আগে, গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য শাখা), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক শাখা) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) পরীক্ষা নেওয়া হবে।  

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।