পে-স্কেলের মহাসমাবেশে থাকছেন আজীজিসহ এমপিওভুক্ত শিক্ষকরা
- ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশ করবে সরকারি কর্মচারীরা। এ কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তার সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকরাও এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পে-স্কেলের কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দেন শিক্ষক নেতা আজীজি।
ফেসবুকের পোস্টে আজীজি জানান, ‘৫ ডিসেম্বরের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আহুত কর্মসূচির সাথে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট একাত্মতা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজে এই কর্মসূচিতে উপস্থিত থাকব।’