সবাই বসা চেয়ারে, টেবিলে উঠে গেলেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা

টেবিলে উঠে বক্তব্য দিচ্ছেন আমির হামজা
টেবিলে উঠে বক্তব্য দিচ্ছেন আমির হামজা © ভিডিও থেকে নেওয়া

এবার নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় এলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আওয়ামী লীগ সরকারের আমলে নানা নিপীড়ন এবং ওয়াজ-মাহফিলে বেফাঁস কথাবার্তার পর নির্বাচনী প্রচারণায় উদ্ভট কাণ্ডে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে তার এই কাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়া সদরের হাতীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এই কাণ্ড ঘটিয়েছেন মুফতি আমির হামজা। তিনি আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর হয়ে প্রার্থিতা করবেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয় মাঠের দিকে মুখ করে কয়েকটি চেয়ার পেতে বসে রয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা। এরই সামনে একটি টেবিলে উঠে দাঁড়িয়েছেন আমির হামজা। সেখানে মাইক হাতে নিয়ে বক্তব্য রাখছেন তিনি। তবে ভিডিও সভার উপস্থিতির দিকে ঘোরাতেই দেখা গেল, দর্শক-শ্রোতা সবার জন্যই চেয়ারের ব্যবস্থা রয়েছে। চেয়ারে বসেই তারা মনোযোগ দিয়ে জামায়াতের এই প্রার্থীর বক্তব্য শুনছেন। তবে নেটিজেনরা বেশ সমালোচনা করছেন মুফতি আমির হামজার এই কাণ্ডের।

ছড়িয়ে পড়া ভিডিওতে মুফতি আমির হামজাকে বলতে শোনা যায়, ‘১৫ বছর সময় দেওয়া লাগবে না। পাঁচ বছরে যদি দেশটা মালয়েশিয়ার মত করে দিতে না পারি, তাহলে আর জীবনে কোনদিন বলব না যে আমাদের ভোট দিন।’

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন...। বাংলাদেশে যেমন ইসলামী ছাত্রশিবির আছে না? কথা বলেন না কেন?
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? নুরুল ইসলাম সাদ্দাম। নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। এই যে পাশের জেলায় বাড়ি, খুলনা। ওখানে (মালয়েশিয়া) যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি ওই দেশের ইসলামী ছাত্রশিবির, তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। সে আছে এখন দায়িত্বে। এত সৎ লোকটা, ১০ দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম।’

তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে অডিওর অমিল পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, এই বক্তব্যটি আগের একটি ওয়াজ মাহফিল থেকে ভাইরাল ভিডিওতে সংযোজন করা হয়েছে।