রাবির ভর্তি আবেদনের সুযোগ আর চারদিন
- ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য আর মাত্র চারদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে এমন তথ্য জানা গেছে।
এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না।
দুই শিফটে এবারের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভুয়া ইনডেক্স ও জাল আবেদনে ৬৭৪ কোটি টাকা লোপাট, আবেদন না করেও টাকা পেয়েছেন ২০ জন
‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ হাজার ১০০ ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফি ১ হাজার ৩২০ টাকা। সব ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ নির্ধারণ করেছে ভর্তি কমিটি।