হঠাৎ কেন রহস্যময় অবস্থানে তামিম ইকবাল?
- ০২ ডিসেম্বর ২০২৫, ২১:০২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সমাপ্ত নির্বাচনের আগে সংগঠন হিসেবে বেশ সরব ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাবগুলোর নানান দাবি-দাওয়ার নেতৃত্বে তাকে একাধিকবার সামনে দেখা গেছে। কিন্তু নির্বাচনের পর হঠাৎ-ই বদলে যায় সেই চিত্র। বিদ্রোহী সেই ৪৪টি ক্লাব যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একাধিকবার লিগ বয়কটের সিদ্ধান্ত জানাচ্ছে, তখন তামিমকে আর তাদের সঙ্গে দেখা যাচ্ছে না। দেশসেরা এই ওপেনারের এমন অনুপস্থিতিতে ক্রিকেট–অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীতে ৪৪টি ক্লাবের যৌথ সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন উঠল, কোথায় তামিম ইকবাল? কেনই-বা আজকের এই সংবাদ সম্মেলনে নেই, তারকা এই ক্রিকেটার? জবাবে আয়োজকরাও ‘কিন্তু’ রেখেই সংবাদ সম্মেলন শেষ করেন।
অবশ্য, কেবল ‘কিন্তু’ বললে ভুলই হবে, বরং সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে নতুন করে জলঘোলা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। তার মতে, তামিম নাকি ‘দুই দিকেই’ আছেন।
তবে মাসুদুজ্জামানের এই রহস্যময় মন্তব্য ক্রিকেট অঙ্গনে এখন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এ নিয়ে নেটিজেনদের অনেকেই ক্লাবগুলোর সঙ্গে তামিমের সাময়িক দূরত্বও দেখছেন; অনেকে আবার বলছেন, হয়তো বিসিবি নীতি-নির্ধারকদের সঙ্গে নতুন কোনো বোঝাপড়ায় পৌঁছেছেন তামিম। তবে স্পষ্ট জবাব কেবল তামিমই দেবেন, এমন আলোচনাও উঠেছিল সংবাদ সম্মেলনে।
তামিমের অবস্থান প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, ‘তামিম কিন্তু খেলোয়াড়, এখনো সে অবসর নেয়নি। সে এখনো আমাদের সঙ্গে আছে, নিয়মিত যোগাযোগ আছে আমাদের। একইসঙ্গে খেলোয়াড়দের সঙ্গেও আছে তামিম।’
এদিকে হোম অব ক্রিকেটে গুঞ্জন, আগামী ১১ ডিসেম্বর থেকে কোয়াবের নেতৃত্বে লিগ খেলতে যাচ্ছেন ক্রিকেটাররা। গত ২৯ নভেম্বর বিসিবির পরিচালকদের সঙ্গে কোয়াবের নেতৃত্ববৃন্দের চা-চক্রে এমন সিদ্ধান্তই নেওয়া হয়। তবে বিদ্রোহী ৪৪ ক্লাবের নেতৃত্ব বলছে, বর্তমান ক্রিকেট বোর্ডের অধীনে কোনো লিগে খেলছেন না তারা। সবমিলিয়ে দু’পক্ষই দুই মেরুতে অবস্থান করছে। অবশ্য, কীভাবেই এই জটিল অঙ্কের সমাধান আসবে, তা এখন জানেন না ক্রিকেটসংশ্লিষ্টরা।
এ নিয়ে মাসুদুজ্জামানের মন্তব্য, ‘আমরা আমাদের অবস্থানে অনড় আছি। লিগে অংশ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, সে সিদ্ধান্তেই আছি। মোহামেডান সব সময় ৪৫ ক্লাবের পাশে আছে, থাকবে।’
এ সময়ে কিছুটা দাম্ভিকতার সূরে আবাহনীর পরিচালক শেখ বশির আল মামুন স্মরণ করিয়ে দেন, তারাই (ক্লাবগুলো) ক্রিকেটারদের তৈরি করেন। তিনি এ-ও স্পষ্ট করেন, কেবল তারা চাইলেই মাঠে গড়াবে লিগ, বিসিবির উদ্যোগে নয়।
আবাহনীর পরিচালকের ভাষ্যমতে, ‘আমরা ৪৫ ক্লাব একসঙ্গে আছি। বোর্ড চাইলে তো খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। কারণ, আমরাই খেলোয়াড় তৈরি করি। খেলার উন্নতির জন্য আমাদের এ অবস্থানে থাকাটা দরকার।’