দাখিলে ফেল করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন নিয়ে জরুরি নোটিশ মাদরাসা বোর্ডের
- ০২ ডিসেম্বর ২০২৫, ২০:২৯
২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে যারা অকৃতকার্য হয়েছে, আগামী বছর তাদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের দাখিল শ্রেণির শিক্ষার্থী যারা ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অতিরিক্ত বিষয় ছাড়া ১ বিষয়ে অকৃতকার্য হয়েছে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২৫ সালে উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই রেজিস্ট্রেশন নবায়ন ফি জমা দিয়ে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন কার্ড নবায়ন ব্যতীত ২০২৬ সালের দাখিল পরীক্ষার সম্ভাব্য তালিকা থেকে ফরমপূরণের জন্য সিলেক্ট করা যাবে না।
নবায়নের নিয়মাবলি:
১.মাদ্রাসার প্যাডে রেজিস্ট্রার বরাবর প্রতিষ্ঠান প্রধানের আবেদন, ওয়েবসাইটে প্রদর্শিত শিক্ষার্থীদের তালিকা, মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার ফটোকপি এবং রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর নামে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট/পে-অর্ডারসহ (বিলম্ব ফি ছাড়া) ১৫ ডিসেম্বরের মধ্যে অবশ্যই বোর্ডে দাখিল করে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করে নিতে হবে।
২. নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ৩০০ টাকার ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার ও ১ নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রসহ বোর্ডে জমা দেয়ার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর।
দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে