প্রথম দিনে শাকসুর মনোনয়ন ফরম নিলেন ৪৬ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি ফরম বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ৬টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ ও ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।