ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে পালাতে বললেন ট্রাম্প
- ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ত্যাগ করার জন্য কঠোর ‘আল্টিমেটাম’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মিয়ামি হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ট্রাম্প নিশ্চিত করেন মাদুরোর সঙ্গে তার আলাপ হয়েছে। মাদুরো যদি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন, তবে দেশ ছেড়ে যাওয়ার পর তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত আমেরিকা। গত নভেম্বরে মাদুরো ও ট্রাম্পের মধ্যে হওয়া ফোনালাপ সম্পর্কে একাধিক সূত্র জানায়, মাদুরো, তার স্ত্রী এবং ছেলে যদি ক্ষমতা ছাড়তে রাজি হন, তবে তাদের জন্য ‘নিরাপদ পথ’ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
সূত্রগুলোর দাবি, এ ফোনালাপ ছিল দুই দেশের মধ্যে সম্ভাব্য সরাসরি সংঘর্ষ ঠেকানোর ‘শেষ প্রচেষ্টা’। ব্রাজিল, কাতার ও তুরস্ক এই আলাপ আয়োজন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওয়াশিংটনের প্রস্তাব মাদুরো সরকার প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয়।
এরই মধ্যে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ হিসেবে বিবেচনা করা হবে। মিয়ামি হেরাল্ড আরও জানায়, মাদুরো সরকার ট্রাম্পের সঙ্গে আরেক দফা ফোনালাপের সময় ঠিক করতে চাইলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
ওয়াশিংটন দাবি করছে, মাদুরো সরকার মাদক পাচার রোধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না—যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে ভেনেজুয়েলায় ‘গোপন অভিযান’ পরিচালনার অনুমতি দিয়েছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, খুব শিগগিরই ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র সামরিক হামলা শুরু করতে পারে। গত ২৭ নভেম্বর ট্রাম্পও জানিয়েছেন, মাদক পাচার রোধে আমেরিকা ভেনেজুয়েলায় ‘খুব শিগগিরই স্থল অভিযানে’ নামবে—তবে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।