কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মামুন।

মৃত জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, লাইন-৫, এমসিসি ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি কমপ্লেইন্ট রেজিস্টার (সিআর) মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার রাণীগঞ্জ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।