এজাহার সংশোধন করে পুনরায় মামলা দাখিল সাদিক কায়েমের

কথা বলছেন ভিপি সাদিক কায়েম
কথা বলছেন ভিপি সাদিক কায়েম © সংগৃহীত

পূর্ববর্তী এজাহারে কিছু বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজনীয়তা থাকায় এবং জনমনে বিভ্রান্তি দূর করতে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শক্রমে তা সংশোধন করে, স্পেসিফিক ব্যাখ্যা সহ পুনরায় এজহার দাখিল করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

পোস্টে তিনি বলেন, এআই জেনারেটেড কন্টেন্ট, ভুয়া ফটোকার্ড ও ডিজইনফরমেশন সংক্রান্ত অভিযোগগুলোর স্ক্রিনশটও এজাহারে সংযুক্ত করা হয়েছে। 

মামলা সংক্রান্ত বিষয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে লেখালেখি করেছেন, পরামর্শ দিয়েছেন। আপনাদের মতামত ও পরামর্শ বিবেচনায় কাউকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, আমরা সকল ধরনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু রাজনৈতিক স্বার্থে ভূয়া তথ্য প্রচার, এআই এর অপব্যবহার, ভুয়া ফটোকার্ড তৈরি এবং নারীদেরকে টার্গেট করে অব্যাহত বুলিং এর বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে অনলাইনে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেন ডাকসুর এই নেতা।

ডিবিতে মামলায় যে ১২টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (বিভিন্ন সময় নাম পরিবর্তন), ইয়ার্কি ও বটজিপিটি নামে ৯টি পেজ। এছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।