ব্যর্থতার দায় নিয়ে চেয়ারম্যানসহ পিএসসির পুরো কমিশনের পদত্যাগ দাবি

শাহবাগে বিসিএস চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন
শাহবাগে বিসিএস চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন © সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালনায় ব্যর্থতার দায়ে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। সার্চ কমিটি গঠনের মাধ্যমে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন কমিশন গঠনের আহ্বান তাদের। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিসিএস চাকরিপ্রত্যাশীদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ৪৭তম বিসিএস পরীক্ষার্থী জালাল আহমদ, কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মোজাম্মেল হক মিয়াজী, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী শেখ ফরিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিসিএস পরীক্ষার্থী আশিকুজ্জামান, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী উজ্জ্বল,বিসিএস পরীক্ষার্থী অমিত পাল প্রমুখ ।

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার রক্তের স্রোতে উপর দাঁড়িয়ে গঠিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম নেতৃত্বাধীন কমিশনের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশার পারদ ছিল অনেক বেশি। কিন্তু এই কমিশন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই কমিশন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সকল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নাম্বারসহ ফলাফল প্রকাশ এবং নন ক্যাডার বিধি-২৩ সংশোধন করে সবার জন্য নন-ক্যাডারের পথ সুগম করতে অযোগ্যতার পরিচয় দিয়েছে। তাই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে কমিশন পরিচালনায় ব্যর্থতার দায়ে চেয়ারম্যান মোবাশ্বেরসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করছি।

এ সময় শিক্ষার্থীরা সার্চ কমিটি গঠনের মাধ্যমে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন কমিশন গঠনের আহ্বান জানান। সকল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের মতামত নিয়ে অবিলম্বে “পিএসসি সংস্কারের রূপরেখা” ঘোষণা করা হবে বলে জানান তারা।