আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০০ জন, নেবে সেলস রিপ্রেজেন্টেটিভ
- ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ১০০ কর্মী নিয়োগে ২৯ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। মৌখিক পরীক্ষা ১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রে নির্দিষ্ট তারিখ অনুযায়ী দরকারি কাগজপত্রসহ উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ;
পদসংখ্যা: ১০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১২,৫০০ টাকা;
আরও পড়ুন: আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২০ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ—
স্থান: নাভানা এফএস কসমো, বাড়ি #৪/বি (লেভেল-২), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা;
তারিখ: ১, ৪, ৮, ১১, ১৪ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, মালদাহপট্টি, চেম্বার অব কমার্স এর সামনে, কালিতলা, দিনাজপুর সদর, দিনাজপুর;
তারিখ: ১ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, জীবন বিমা অফিসের ২য় তলা, চাষাড়া, নারায়ণগঞ্জ;
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, সরাইপাড়া, লোহারপুল, পাহাড়তলী, চট্টগ্রাম;
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, জনপ্রিয় কমিউনিটি সেন্টার, গোয়াল ঘূর্নী, মীরাপাড়া রোড, মীর কাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ;
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস, নিশিনাথ তলা, রুপগঞ্জ, নড়াইল;
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস, এ টি ভবন, জামালপুর বাইপাস, জামালপুর মেডিকেল কলেজ রোড, জামালপুর;
তারিখ: ২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস কমলাপুর আই সি ডি ভবনের পাশে, সরদার কমপ্লেক্স এর পেছনে,বাজার রোড, কমলাপুর-ঢাকা;
তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ, রোকেয়া টাওয়ার (নীচতলা), সরাই জামে মসজিদের পাশের রোড, দনিয়া, যাত্রাবাড়ি;
তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস, শাহ সুলতান রুমী (র.) ভবন, ৫-নম্বর জমির মুন্সি লেন, পিয়নপাড়া, নতুন বাজার, ময়মনসিংহ;
তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, সোফিয়া মঞ্জিল হাউস # ৬২০, ফেরিঘাট রোড, মাস্টারপাড়া (নিউ শিশুস্বর্গ পার্ক), চুয়াডাঙ্গা;
তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস, বন্ধন নিবাস, খলীলের মোড়, খাঁ-পাড়া রোড, টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী;
তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫ (সকাল ৯টা-১১টা);
স্থান: মেরিস অফিস, কলেজ পাড়, দারিয়ার মাঠ মাদ্রাসা সংলগ্ন, ভাঙ্গা, ফরিদপুর;
তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৩টা-৫টা);
স্থান: মেরিস অফিস, থানা রোড, গ্রামীন টাওয়ারের পাশে, দিশা এনজিও অফিস সংলগ্ন, কটিয়াদী;
তারিখ: ৮ ডিসেম্বর ২০২৫ সকাল (৯টা-১১টা);
দরকারি কাগজপত্রসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম