মেট্রোরেলে দুই ট্রেনের মধ্যবর্তী সময় আরও কমছে

মেট্রোরেল
মেট্রোরেল © ফাইল ফটো

আগামী দুই মাসের মধ্যে ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) সোয়া ৪ মিনিটে নামিয়ে আনা হবে বরে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। আজ সোমবার (১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।    

তিনি বলেন, বেয়ারিং দুর্ঘটনার কারণে মেট্রোরেলের যাত্রী কমে গেছে। আগে প্রতিদিনের যাত্রী ছিল ৪ লাখ ৬০ থেকে ৭০ হাজার। বেয়ারিং দুর্ঘটনার পর ৪ লাখের আশেপাশে নেমে এসেছে। মেট্রোরেলে সকালের ভিড় কমেছে বলেও জানান তিনি।

এছাড়া ফারুক আহমেদ বলেন, এ বছর মেট্রোরেলের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ৪৫০ কোটি টাকা।

ডিএমটিসিএলের এমডি জানিয়েছেন, মেট্রোস্টেশনের দোকানের ভাড়া আশার চেয়ে বেশি নেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যে ফার্মগেট পার্ক ফেরত দেওয়া হবে।