জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৪ ডিসেম্বরের পরে শুরু হবে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০
ভূমিকম্প আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী চার তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। এরমধ্যে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও আটকে আছে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ। তবে আগামী চার ডিসেম্বরের পরে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের চেয়ারম্যান ও ডিন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভাগের চেয়ারম্যান ও ডিন দের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস পরীক্ষা বন্ধ রাখা ও চালুর বিষয়ে একাংশ সম্মতি দেন আরেকাংশ বন্ধ রাখার জন্য মতামত প্রদান করেন। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের সংস্কার কার্যক্রমের জন্য ক্লাস বন্ধ রেখে পরীক্ষা গুলো শেষ করার সিদ্ধান্ত জানায় চেয়ারম্যান গণ। তবে উপাচার্য জানায় এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায়।
উপাচার্য জনায়, আমাদের ভবন গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। আমরা খসড়া একটা রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতেই আজ মিটিং হয়েছে। আমরা চলমান পরীক্ষা গুলো শেষ করার ব্যাপারে বলেছি। সংশ্লিষ্ট বিভাগগুলো পুনরায় তারিখ নির্ধারণ করে শিক্ষার্থীদের জানাবে। এবং বাকি সিদ্ধান্ত গুলো সিন্ডিকেট সভায় গ্রহন করা হবে।