সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর
- ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানানা তিনি।
রিজভী বলেন, ‘সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
জানা গেছে, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে।
গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।