সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ই-মেইল পাঠিয়ে
- ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসোসিয়েট (এনার্জি ফিন্যান্স)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নির্বাচিত প্রার্থীকে সিপিডির পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডিজ টিমে কাজ করতে হবে। এ ক্ষেত্রে উন্নয়ন ও জ্বালানিবিষয়ক বিভিন্ন প্রকল্পের আর্থিক বিশ্লেষণ, ব্যয়-সুবিধা মূল্যায়ন ও আর্থিক ঝুঁকি যাচাইসহ নানা কার্যক্রমে সহায়তা করতে হবে। পাশাপাশি বাজেট প্রস্তুতি, আর্থিক প্রতিবেদন তৈরিতে সহায়তাসহ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও উন্নয়ন অর্থায়নবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনারে অবদান রাখার দায়িত্বও থাকবে।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি);
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (এনার্জি ফিন্যান্স);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন: ৩৫,০০০ টাকা;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, কর্মস্থল ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*স্নাতকে সিজিপিএ ন্যূনতম ৩.৬০ পেতে হবে;
আরও পড়ুন: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সাম্প্রতিক ছবি সংযুক্ত করে career@cpd.org.bd ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সিপিডির অফিশিয়াল ওয়েবসাইট