পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের সঙ্গে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

এমবাপে
এমবাপে © সংগৃহীত

লা লিগায় কোন মতে হার এরিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার (৩০ নভেম্বর) রাতে জিরোনার সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম তলানিতে রয়েছে জিরোনা। এই ড্রয়ের বার্সেলোনার  থেকে ১ পয়েন্টে পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই তারা।

এদিন শুর থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রাখে জিরোনা। বিরতির ঠিক আগে মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহির দুরন্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ছিল একেবারেই মন্থর। লক্ষ্য বরাবর মাত্র একটি শট নিতে পেরেছিল। এই সময়ে এমবাপ্পের একটি গোল বাতিল হয় হ্যান্ডবলের জন্য।

দ্বিতীয়ার্ধে কোচ জাবি আলোনসোর দলের খেলায় কিছুটা গতি আসে। আক্রমণ শক্তিশালী করতে নতুন কৌশল নেয় রিয়াল মাদ্রিদ। খেলার ৬৭তম মিনিটে হুগো রিনকোন বক্সের মধ্যে ভিনিসুয়াস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক পাওলো গাজ্জানিগাকে পরাস্ত করে জালে বল জড়ান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, রিয়ালকে এনে দেন সমতা।

এই গোলটি ছিল চলতি মৌসুমে রিয়ালের হয়ে এমবাপ্পের ১৯ ম্যাচে ২৩তম গোল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধেও তিনি চারটি গোল করেছিলেন।

এরপর ভিনিসিয়াস জুনিয়রও একবার বল জালে জড়িয়েছিলেন কিন্তু অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়। শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলেই রিয়াল মাদ্রিদ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে জাবি আলোনসোর দল তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেল।