সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার
- ৩০ নভেম্বর ২০২৫, ১৯:২৫
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামে এক সাংবাদিক। দৈনিক ভোরের পাতায় সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল প্রায় পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত সাংবাদিকের ছেলে মো. রাকিব ভূঁইয়া তামিম জানান, খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন বাবা। পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।