নিলামে ‘ডি’ ক্যাটাগরি পর্যন্ত অবিক্রীত যারা

বিপিএল নিলাম
বিপিএল নিলাম © সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরের নিলাম চলছে জোরেশোরে। যেখানে নাঈম শেখের দাম উঠেছে ১ কোটি ১০ লাখ টাকা, তবে বিপরীতে কয়েকজন ক্রিকেটার এখনো কোনো দলের ডাক পাননি। কোন কোন খেলোয়াড় দলহীন রয়ে গেলেন, এক নজরে দেখে নেওয়া যাক। 

নিলামে এখন পর্যন্ত দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ ইমন, ফজলে মাহমুদ রাব্বি।

এদিকে নিলামে মোট ১৫৮ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম তোলা হবে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন ৬৩ জন খেলোয়াড়।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন ৪৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৯ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১০৬ জন খেলোয়াড়। সব মিলিয়ে বিদেশি তালিকার সংখ্যা দাঁড়ায় ২৬৭।

বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ক্যাটাগরি অনুযায়ী—‘এ’ ক্যাটাগরিতে ৫০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।

বিদেশিদের 'এ' ক্যাটাগরি ৩৫ হাজার ডলার, 'বি' ক্যাটাগরি ২৫ হাজার ডলার, 'সি' ক্যাটাগরি ২০ হাজার ডলার, 'ডি' ক্যাটাগরি ১৫ হাজার ডলার ও 'ই' ক্যাটাগরি ১০ হাজার ডলার।