খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে রয়টার্স
- ৩০ নভেম্বর ২০২৫, ১৯:৪৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও তারেক রহমানের দেশে না ফেরা বিএনপিকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। রবিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এই অবনতিশীল শারীরিক অবস্থার খবরটি এসেছে দলের জন্য অত্যন্ত সংবেদনশীল এক সময়ে। গত বছর ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপি আবার নেতৃত্বস্থানীয় রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে এসেছে, এমন অবস্থায় দলের সর্বোচ্চ নেত্রীর অসুস্থতা নতুন অনিশ্চয়তা তৈরি করছে।
এতে আরও বলা হয়, খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা ও বিদেশে থাকা তারেক রহমানকে ঘিরে অনিশ্চয়তা বিএনপির অভ্যন্তরে তীব্র সংশয় তৈরি করেছে। দলটি এখন পরবর্তী করণীয় নির্ধারণে কঠিন চাপে রয়েছে।