সেই ৯ ক্রিকেটারের নাম বিপিএলের নিলামে অন্তর্ভুক্তির আবেদন খারিজ আদালতের

বিপিএলের ট্রফি
বিপিএলের ট্রফি © টিডিসি ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের করা অধিকতর তদন্তের পর গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে  নিলামের তালিকা থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন করা হয়েছিল। আবেদনকারীরা আদালতের কাছে এসব খেলোয়াড়ের নাম নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনাও চেয়েছিলেন।

আবেদনকারীদের আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহিন এম রহমানের উপস্থিতিতে আদালতে রিট আবেদনগুলোর শুনানি হয়।

শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমদ এই রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দেন। ফলে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম এই ৯ জন ক্রিকেটারকে ছাড়াই পূর্বনির্ধারিতভাবেই অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত নিলাম তালিকায় না থাকা অভিযুক্ত ৯ ক্রিকেটারের মধ্যে প্রাথমিক তালিকায় ছিলেন ৮ জন। তারা হলেন দুর্দান্ত রাজশাহীর এনামুল হক, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান, ঢাকা ক্যাপিটালসের মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান।

আরিফুল প্রথমে প্রাথমিক তালিকায় না থাকলেও পরে তাকে ঢোকানো হয়েছিল। এনামুল, মোসাদ্দেক, শফিউল, সানজামুল ও আরিফুল জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলে খেলা আরেক অভিযুক্ত সিলেট স্ট্রাইকার্সের আল-আমিন হোসেন প্রাথমিক তালিকাতে ছিলেন না, নেই চূড়ান্ত তালিকাতেও।