বিপিএলের নিলামে জায়গা হলো না বিজয়-শফিউলসহ যে ৯ ক্রিকেটারের
- ৩০ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
নিলাম পদ্ধতি ফিরে আসায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তাপ কিছুটা বেড়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। প্রথম দুই আসরে নিলাম থাকলেও এরপর বহু বছর ধরে ড্রাফট পদ্ধতিতে দল গঠনের প্রক্রিয়া চলেছিল। এবার সেই পুরোনো উত্তেজনাকর পদ্ধতি ফিরিয়ে আনায় সমর্থকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে বাড়িয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হওয়ার কথা বিপিএলের ১২তম আসরের নিলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের করা অধিকতর তদন্তের পর গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের জন্য ইতিমধ্যে চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারের নেতৃত্বে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে ৯ জন স্থানীয় ও ১ জন বিদেশি ক্রিকেটারকে গত বিপিএলে ফিক্সিংয়ে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে সন্দেহভাজনদের তালিকায় নাম আছে ৬-৭ জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, একজন কোচ ও একজন মিডিয়া ম্যানেজারের। তদন্ত কমিটির অপর দুই সদস্য ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।
চূড়ান্ত নিলাম তালিকায় না থাকা অভিযুক্ত ৯ ক্রিকেটারের মধ্যে প্রাথমিক তালিকায় ছিলেন ৮ জন। তারা হলেন দুর্দান্ত রাজশাহীর এনামুল হক, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান, ঢাকা ক্যাপিটালসের মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান।
আরিফুল প্রথমে প্রাথমিক তালিকায় না থাকলেও পরে তাকে ঢোকানো হয়েছিল। এনামুল, মোসাদ্দেক, শফিউল, সানজামুল ও আরিফুল জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলে খেলা আরেক অভিযুক্ত সিলেট স্ট্রাইকার্সের আল-আমিন হোসেন প্রাথমিক তালিকাতে ছিলেন না, নেই চূড়ান্ত তালিকাতেও।
দেশীয় ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় এবার মোট ১৫৯ জন জায়গা পেয়েছেন। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল লিটন দাস ও নাঈম শেখ। তাদের নিচে ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’-তে ১৭ জন, ‘ডি’-তে ২৬ জন, ‘ই’-তে ৩৮ জন এবং সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে।