সচিবালয়ে ফের আগুন লাগল যেভাবে, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা যাচ্ছে

সচিবালয়
সচিবালয় © সংগৃহীত

ঢাকার সচিবালয়ের নতুন মন্ত্রিপরিষদ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। 

তিনি জানান, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এর আগে, দুপুর দেড়টায় নতুন মন্ত্রিপরিষদ ভবনের অষ্টম তলায় ভবনটির  ৮ম তলায় আগুন লাগার ঘটনা  ঘটে। ভবনে আগুন লাগার পরপরই সেখানে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় দুটি ফ্যান পুড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। তবে এর বাইরে আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে যায়।