তারেক রহমানের জায়গায় থাকলে আগেই মায়ের কাছে চলে আসতাম: শিশির মনির

তারেক রহমান (বাঁয়ে) এবং শিশির মনির (ডানে)
তারেক রহমান (বাঁয়ে) এবং শিশির মনির (ডানে) © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের এমন কঠিন সময়েও কিছু বাস্তবতার কারণে পুত্র তারেক রহমান দেশে আসতে পারছেন না বলে জানিয়েছেন তিনি নিজেই। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

এরই মধ্যে, বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিবির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তারেক রহমান। তার মতে, তিনি তারেক রহমান জায়গায় থাকলে সব বাধা অতিক্রম করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতেন।

রবিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম; কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম।