খুলনায় আদালতের সামনে গুলি করে কুপিয়ে ২ জনকে হত্যা

জেলা ও দায়রা জজ আদালত
জেলা ও দায়রা জজ আদালত © ফাইল ফটো

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে এলোপাতারি গুলিতে ও কুপিয়ে নিহত হয়েছেন ২ জন। আজ রোববার (৩০ নভেম্বর) আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, দুইজনই শীর্ষ সন্ত্রাসী। তাদের নামে অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে গ্রেনেড গ্রুপ তাদের ওপর হামলা করেছে বলে আমরা ধারণা করছি। 

জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।