লোগো পরিবর্তন করে নতুনরূপে বাংলালিংক

নতুনরূপে সেজেজে বাংলালিংক ভবন
নতুনরূপে সেজেজে বাংলালিংক ভবন © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম টেলিকম অপারেটর বাংলালিংক তাদের ব্র্যান্ড লোগোর ডিজাইন পরিবর্তন করে নতুন লোগো নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির বাংলালিংক ডিজিটাল নামে অফিশিয়াল পেইজে এ বিষয়ে জানানো হয়।

ফেসবুক পোস্টে তাদের হেড অফিসের সামনে নতুন লোগো উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করা হয়। আর ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’

তাছাড়া, প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ব্রাউজ করেও লোগোর পরিবর্তন পরিলিক্ষিত হয়।

প্রসঙ্গত, আগের লোগোতে উজ্জ্বল কমলা ও কালোর তীব্র কনট্রাস্ট ব্যবহার করা হয়েছিল, যেখানে কমলা প্রধান রং আর কালো স্ট্রাইপ ডিজাইনকে শক্তি ও বন্যতার প্রকাশ রাখা হয়েছিল।