হকি

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

হকি দল
হকি দল © সংগৃহীত

প্রথমবারের মতো হকির কোন বিশ্বকাপে খেলতে নেমেছিল বাংলাদেশ। শনিবার রাতে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় বাংলাদেশের। শুরুটা আশা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-৩ গোলে হেরে যায় বাংলাদেশ।

প্রথম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ১৪ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়া তিনটি গোল করে ব্যবধান ৪-১ করে।

তৃতীয় কোয়ার্টারে আমিরুলের আরও একটি গোল ব্যবধান কমিয়ে ৪-২ করেন। চতুর্থ কোয়ার্টারে দুই দল একটি করে গোল করলে শেষ স্কোর দাঁড়ায় ৫-৩। আমিরুল এই ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠিত হবে।