পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন জ্যাকব জুমার মেয়ে, কেন?
- ৩০ নভেম্বর ২০২৫, ০৭:১৮
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে দুদুজিলে জুমা-সাম্বুদলা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। দক্ষিণ আফ্রিকার ১৭ নাগরিককে রাশিয়ায় যেতে প্রলুব্ধ করার অভিযোগ ওঠার পর তিনি এ ঘোষণা দিলেন। ওই সব নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে লড়াই করতে গিয়ে আটক হয়েছেন।
শুক্রবার পদত্যাগ করেন জুমা-সাম্বুদলা। এর আগে পুলিশ জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকার নাগরিকদের যুদ্ধ করতে রাশিয়ায় যেতে প্রলুব্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
প্রসঙ্গত, জুমা-সাম্বুদলা ২০২৪ সালের জুন থেকে উমখোনতো উইসিজওয়ে দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।