খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা
- ৩০ নভেম্বর ২০২৫, ০০:২৯
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ তালগাছিয়া এলাকার কুশরী হাওলা গ্রামে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনার আয়োজন করে শৌলজালিয়া ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শেখর চন্দ্র মন্ডল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন্ত প্রতীক। তিনবারের সফল প্রধানমন্ত্রীকে তাকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছিলো, তার সুচিকিৎসার সুযোগ সীমিত করা হয়েছিলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বহু দলের, বহু ধর্মের মানুষের আশা-ভরসার নাম।’
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই অমূল্য দর্শনকে ধারণ করেই বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন, এটা প্রমাণ করে তিনি শুধু একটি দলের নয়, সব ধর্ম–বর্ণের মানুষের আপন নেত্রী।’
আগামী দিনের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়ে সৈকত বলেন, ‘বাংলাদেশের মানুষ আর গায়ের জোরের নির্বাচন চায় না, চায় অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি আমাদের সুযোগ দেন, তাহলে রাজাপুর-কাঁঠালিয়ায় সুশাসন প্রতিষ্ঠা, যুবকদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য এবং সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম অঙ্গীকার।’
গোলাম আজম সৈকত এ সময় উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই দোয়া, এই প্রার্থনা আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মঞ্চ থেকেই আমরা অঙ্গীকার করছি—যে কোনো সরকারের আমলেই কোনো ধর্মের মানুষের ওপর অন্যায় হলে বিএনপি সে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের নিরাপদ দেশে ফেরা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, কাঁঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা কৃষকদল সভাপতি মালেক তালুকদার, কাঁঠালিয়া উপজেলা শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, মনস্বিতা কলেজের প্রফেসর মৃণাল কান্তি, রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ, চেচরীরামপুর বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার, কাঁঠালিয়া সদর বিএনপি নেতা হালিম সিকদার, শৌলজালিয়া বিএনপি নেতা কাইউম হাওলাদার, মোশারেফ হোসেন, কামরুজ্জামান বাদশা, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, ইউনুস মুন্সী, রিপন সিকদার, নাজমুল হাসান রুবেল, সালাহউদ্দিন রাসেল, রফিক সিকদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
প্রার্থনা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।