ঢাবিতে তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা শীর্ষক সেমিনার
- ২৯ নভেম্বর ২০২৫, ২২:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পলিসি ডায়লগের আয়োজন করে ইনিশিয়েটিভ ফর পলিসি এন্ড পলিটিক্স (আই.পি.পি)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড.নুরুল আমিন বেপারী। নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের রাষ্ট্র চিন্তার তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে বক্তব্য রাখেন এই অধ্যাপক। আগামী দিনে তারেক রহমান একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমানের রাষ্ট্রচিন্তার উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি তার প্রবন্ধে তারেক রহমানের রাষ্ট্র চিন্তার নানাদিক তুলে ধরেন।
তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রধান আলোচক হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যত বাংলাদেশের রুপরেখা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের পলিসি হবে সবার আগে বাংলাদেশ এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড এবং হেল্থ কার্ড সহ তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ইনিশিয়েটিভ ফর পলিসি এন্ড পলিটিক্সের অন্যতম উদ্যোক্তা মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে এই পলিসি ডায়লগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ইনিশিয়েটিভ ফর পলিসি এন্ড পলিটিক্সের হাসান আল আরিফ এবং সঞ্চায়লনায় ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইনিশিয়েটিভ ফর পলিসি এন্ড পলিটিক্সের ফারহান আরিফ।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা।