স্নাতক গণিত অলিম্পিয়াডে শীর্ষ দশের চারজনই চুয়েটের

স্নাতক গণিত অলিম্পিয়াডে শীর্ষ দশের জায়গা পাওয়া চুয়েটের চার শিক্ষার্থী (পেছনে দাঁড়িয়ে)
স্নাতক গণিত অলিম্পিয়াডে শীর্ষ দশের জায়গা পাওয়া চুয়েটের চার শিক্ষার্থী (পেছনে দাঁড়িয়ে) © টিডিসি

১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা দারুণ সাফল্য দেখিয়েছেন। প্রতিযোগিতায় শীর্ষ দশের মধ্যে চারটি স্থান দখল করে জাতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ২৯ নভেম্বর (শুক্রবার) ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুমিনুল ইসলাম, পঞ্চম স্থান অর্জন করেন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহাত হোসাইন, সপ্তম স্থান লাভ করেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল ফাহমিদ তন্ময় এবং দশম স্থান অর্জন করেন মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ বিন মোস্তাফা।

প্রতিযোগিতার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেমের উপাচার্য অধ্যাপক ড. রুবানা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সহসভাপতি অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রেহেনা নাসরিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. জালাল আহাম্মদ।

দিনব্যাপী এ আয়োজনে গণিত র‍্যালি, সমস্যা সমাধান প্রতিযোগিতা, সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

চ্যাম্পিয়ান মো. মুমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এর আগেও আমি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তবে এবার প্রথম হতে পেরে ভালো লাগছে। আশা করি সামনে মূল পর্বে আরও ভালো কিছু করতে পারব।’

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় রয়েছে চারটি মূল ক্ষেত্র হলো বীজগণিত, বিশ্লেষণ, বিশ্লেষণাত্মক জ্যামিতি, সমাবেশিকী। এই অলিম্পিয়াডের জাতীয়পর্ব আগামী বছরের ১৬ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।