বিজেএসের গেজেট থেকে বাদ পড়া কুহেলীর অন্তর্ভুক্তি চান ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

১৭তম বিজেএসের গেজেট থেকে বাদ পড়া আইন বিভাগের মেহেনাজ হুমায়রা কুহেলীসহ অন্যান্য প্রার্থীদের পুনঃগেজেটভুক্তি এবং স্বচ্ছ প্রাক-নিয়োগ যাচাই প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে কেন ১০২ জন প্রার্থীর মধ্যে ৮৮ জনকে গেজেটভুক্ত করা হয়েছে, কিন্তু ১৩ জনকে গেজেটভুক্ত করা হয়নি, তা স্পষ্ট করার আহবান জানান। পাশাপাশি বিসিএস, বিজেএস ও ব্যাংক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা যেন গেজেটভুক্তির ক্ষেত্রে কোনোভাবেই বিবেচনা করা না হয় সেই দাবি জানান। 

আইন বিভাগের শিক্ষার্থী রুনা বলেন, ‘আমরা আইনের শিক্ষার্থী হয়ে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি আমাদের গেজেট থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমাদের কেমন অনুভূতি হবে তা কল্পনা করুন। আমরা এ ধরনের বৈষম্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে যারা বাদ পড়েছেন, তাদের গেজেটভুক্ত করে কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ দেওয়া হোক।’

অপর শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘১৭তম বিজেএসে উত্তীর্ণ হয়েও কুহেলী আপুসহ ১৩ জনকে গেজেটভুক্ত করা হয়নি। প্রার্থীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি। ঠিক কী কারণে তারা গেজেটভুক্ত হতে পারেনি তা আমরা জানি না। এর মধ্যে একজন প্রার্থী জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ৫ আগস্টের আগে গ্রেফতারকৃতদের মুক্তির জন্য আইনি সহায়তা প্রদান করার ঘোষণা করেছিলেন। আমরা এই ধরনের বৈষম্য মেনে নিতে পারি না। অনতিবিলম্বে বাদ পড়া ১৩ প্রার্থীকে অবশ্যই গেজেটভুক্ত করতে হবে।’