অসহায় বিধবার ধান কেটে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা
- ২৯ নভেম্বর ২০২৫, ২১:৪৩
ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা দুস্থ নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছের ছাত্রদলের নেতাকর্মীরা। মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পন্ন করেন। এতে উপকৃত হন অসহায় ওই নারী, যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর ১ বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে দেন ইউনিয়ন, উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ভুক্তভোগী অসহায় নারী রহিমা বেগম বলেন, ‘আমার অভাবের সংসারে জমির ধান অনেক দিন ধরে পেকে ছিল। টাকার অভাবে কাটতে পারছিলাম না। কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা এসে ধান কেটে দিলেন। আমার স্বামী নেই, সন্তান নেই। দুইটি মেয়ে রয়েছে—তাদেরও বিয়ে হয়ে গেছে।’
এ সময় ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
স্থানীয় এলাকাবাসী ছাত্রদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।