বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
- ২৯ নভেম্বর ২০২৫, ২০:১০
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। অর্থাৎ বাঁচামরার ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি দাঁড় করায় আয়ারল্যান্ড। দলের হয়ে ৪ বাউন্ডারিতে ২৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন লোরকার টাকার।
ব্যাটিংয়ে নামতেই ঝোড়ো সূচনা করে আয়ারল্যান্ড। প্রথম দুই ওভারেই তোলে ২৮ রান। ঠিক সেই সময়েই ফ্লাডলাইটের সমস্যায় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য বিরতিতে ছন্দ হারায়নি আইরিশরা। পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে মাত্র ২৮ বলে যোগ করেন ৫৭ রান। তবে স্টার্লিংকে শিকার করে এই জুটি ভাঙেন তানজিম। ১৪ বলে ২৯ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান এই আইরিশ ওপেনার।
দ্বিতীয় উইকেটে টিম টেক্টর ও হ্যারি টেক্টর যোগ করেন ২১ বলে ৩১ রান। ওপেনার টিমকে শিকার করে এই জুটি ভাঙেন মেহেদী। আউট হওয়ার আগে ২৫ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, ৪টি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাটে। একই ওভারে বোল্ড হয়ে ফেরেন হ্যারিো, ফেরার আগে ১১ বলে ১১ রান করেন তিনি।
তিন উইকেটে ৮৯ রানে গতি কিছুটা কমে যায় আয়ারল্যান্ডের। এরপরও মেহেদী এসে আরও একটি উইকেট নেন। তার দারুণ বোলিং ও তানজিম সাকিবের ধারাবাহিক বোলিংয়ে চাপ বাড়ে আইরিশদের ওপর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তুলে সফরকারীরা।
রিশাদের জায়গায় দলে ফিরেই আলো ছড়ান শেখ মেহেদী, ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। শরিফুলের পরিবর্তে একাদশে ঢুকে মোহাম্মদ সাইফউদ্দিন ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।