১৩ পদের ১০টিতেই জয়ী বিএনপি, জামায়াতের কী খবর?
- ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৭
বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের ১০টি পদেই জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়বাদী আইনজীবী ফোরাম। অন্যদিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল তিনটি পদে জয় লাভ করেছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির বর্তমান সভাপতি ও রিটার্নিং অফিসার আতাউর রহমান খান মুক্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরিষদের শেখ রেজাউর রহমান ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ উদ্দিন ১৯৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র সভাপতি আহসান হাবিব সরকার ময়না পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রফিকুল ইসলাম (১) দ্বিতীয়বারের মতো ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সিরাজুল হক ২৮৩ ভোট পেয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে সাফি আহমেদ মিঠু ও আতিকুল মাহবুব সালাম, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক পান্না এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার। কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে এই প্যানেলের চারটিতে নির্বাচিতরা হলেন- ছালমা খাতুন, জেসমিন আকতার শিখা, আবদুল্লাহেল কাফী (২) ও আল আমিন রাসেল।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের নির্বাচিত তিন জন হলেন- যুগ্ম সম্পাদক আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান শাফি এবং কার্যকরী সদস্য পদে বাবুল রহমান।