নবীগঞ্জে নিখোঁজের এক দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
- ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দিগম্বর ব্রাহ্মণগাঁও গ্রামে অনিল সূত্রধর (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিখোঁজ হওয়ার এক দিন পর শনিবার (২৯ নভেম্বর) রাতে ১টার দিকে গ্রামের একটি জমির পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরনাথ সূত্রধরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার রাতে একই গ্রামের নৃপেশ সূত্রধরের জমির পানিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অপমৃত্যুর ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।