রুয়েটে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত

রুয়েট কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়
রুয়েট কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে রুয়েট ভিসি প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে দোয়া মাহফিলে আবাসিক হলসমূহের। ছাত্রসহ প্রভোস্টরা এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রকল্যাণ দপ্তরের অন্য কর্মকর্তারাও অংশ নেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

উল্লেখ্য, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

দোয়া মাহফিলে তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দোয়া মাহফিলে অতিথি হিসেবে আইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট  প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী এ টি এম তানভীর-উল হাসান (তমাল), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী রবিউল ইসলাম উজ্জ্বল  ও আইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা উপস্থিত ছিলেন।