সনদ জালিয়াতির অভিযোগ, ‘ওপেন চ্যালেঞ্জ’ বিএনপি মনোনীত প্রার্থীর
- ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৪
বগুড়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। তবে এই ঘটনাকে উদ্দেশ্য প্রনোদীত দাবি করে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মোশাররফ হোসেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মোশাররফ হোসেন বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রার্থী আমার বিপক্ষে ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর পেছনে ধানের শীষের মনোনয়ন না পাওয়া গ্রুপের কেউ কেউ জড়িত রয়েছেন।
সংশ্লিষ্টদের উদ্দেশে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি সনদ অর্জন করেছি। আমার সার্টিফিকেট, নম্বরপত্র সবকিছুই সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করে দিয়েছি। এখন অনলাইনে সব যাচাই করা যায়। ফলে আমার সনদ আসল নাকি নকল তা আপনাকে (সাংবাদিক) যাচাই করার অনুরোধ করছি।’
মোশাররফ হোসেন আরও বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে অনেকে পাগলের প্রলেপ শুরু করেছেন। গঠনমূলক সমালোচনা হতে পারে। তবে এভাবে ভিত্তিহীন একটি বিষয় সামনে এনে আমাকে হেয় করার জন্য মিথ্যা মামলা গ্রহণযোগ্য নয়। তদন্ত করলেই সব প্রমাণ হয়ে যাবে।’
এর আগে বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া আমলি আদালতে সনদ জালিয়াতির ঘটনায় মামলা করা হয়। আদালতের বিচারক সারোয়ার জাহান মামলাটি আমলে নিয়ে নাটোর জেলা পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নাটোরের সিংড়া উপজেলার থাওইল গ্রামের মো. মাসুদ আলী এ মামলা করেছেন। তিনি নিজেকে সনদের প্রকৃত মালিক দাবি করেছেন। আদালতের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. মাসুদ রানা।