বিইউএইচএস এর ফল-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- ২৯ নভেম্বর ২০২৫, ১৭:০৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর ফল-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুিষ্ঠত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে সকালে অনুষ্ঠিত এ আয়োজন।
অনুষ্ঠানে বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে নবীনদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান।
বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রোকেয়া, হেলথ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক এস এম মুরাদুজ্জামান, পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রওশন আরা ও এ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. প্রদীপ সেন গুপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, সাধারণ মানুষের কাংখিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজন শিক্ষিত জনবল, বিইউএইচএস কর্মমূখী শিক্ষা ও গবেষণা বিকাশের মাধ্যমে মানব সম্পদ তৈরিতে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে মান সম্মত উচ্চ শিক্ষা গ্রহণ করে নবীন ছাত্রছাত্রীরা তাদের শিক্ষালব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ বিদেশে বিইউএইচএস-এর ভাবমূর্তি সমুন্নত রাখবে। অধ্যাপক ড. জে এম এ হান্নান নবীন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং তাদেরকে কঠোর অনুশীলনের মাধ্যমে শিক্ষা লাভ করে ভবিষ্যতে দেশের সেবায় আত্ম নিয়োগ করার জন্য উদাত্ত আহবান জানান।
বিইউএইচএস-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. জাহিদ হাসান ও প্রক্টর ডা. নাসরিন নাহার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২৫টি প্রোগ্রামে তিন শতাধিক শিক্ষার্থীকে অনুষ্ঠানে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।