দ্রুত গতির বাসের চাপায় প্রাণ গেল কলেজ ছাত্রীর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিহত কলেজ ছাত্রী
নিহত কলেজ ছাত্রী © সংগৃহীত

দ্রুত গতির বাসের চাপায় ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম সাহিদা আক্তার (১৭)। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ মহাসড়কে বিকট শব্দ ও চিৎকার চেঁচামেচি শুনতে পাই। এরপর দোকান থেকে দৌড়ে গিয়ে দেখি- আমার গ্রামের এক কলেজপড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কে পড়ে আছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে উঠে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। এসময় দূরপাল্লার কয়েকটি বাস ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ঘণ্টা দেড়েক পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা বিক্ষোভকারীরা জানায়, ইমাদ পরিবহনের বাসের কারণে এখানে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকেই। তাই, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া বাসগুলোর বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হতো না। এছাড়াও সূয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে ওপারে একটি কাইচাইল মডেল হাইস্কুলসহ আশপাশে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সবসময়ই কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তাই এ এরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বা স্পিডব্রেকার দেওয়া জরুরি।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সকালে ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহন নামের একটি বাসের চাপায় পথচারী এক কলেজ ছাত্রী নিহত হন। এতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।