এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী, কোন বোর্ডে কতজন
- ২৯ নভেম্বর ২০২৫, ১৩:১৩
এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান এক হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান ৭৫০ টাকা। এই বৃত্তির ব্যয় চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের রাজস্ব বাজেটের ‘১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭’ বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।
কোন বোর্ড থেকে কতজন বৃত্তি পাবেন
এ বছর এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৬৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৩২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ময়মনসিংহ বোর্ডে ৫০ জন মেধাবৃত্তি ও ৫৫৬ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৭৯ জন মেধাবৃত্তি ও ১ হাজার ২৫৫ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৪৯ জন মেধাবৃত্তি ও ৭৪০ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ২৮ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৫৬১ জন সাধারণ বৃত্তি পাবেন।
এছাড়া বরিশাল বোর্ডে ৩০ জন মেধাবৃত্তি ও ৬০০ জন সাধারণ বৃত্তি, যশোরে ১০৬ জন মেধাবৃত্তি ও ৮৪০ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ১০৮ জন মেধাবৃত্তি ও ৮৩৯ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১১০ জন মেধাবৃত্তি ও ৯৫২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।