সিরিজ বাঁচানোর অভিযানে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ
- ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১০
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। আজ (২৯ নভেম্বর) চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।
আজ হারলে সিরিজ পরাজয় নিশ্চিত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগার একাদশে বদল আসতে পারে। একাদশে দেখা যেতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনকে। দুই ওপেনারের মধ্যে একাদশের বাইরে চলে যেতে হতে পারে পারভেজ হোসেন ইমনকে। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের সাথে ওপেন করতে পারেন সাইফ হাসান।
জাকের আলী অনিক একাদশে টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। না টিকলে ঢুকতে পারেন নুরুল হাসান সোহান। এছাড়া পেসারদের মধ্যে একজনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকে।
বাঁচা মরার ম্যাচের আগে বাংলাদেশের জন্য চিন্তার বড় জায়গা ব্যাটিং এবং ব্যাটিং। এই ব্যাটিং দুর্দশার খেসারত দিয়ে একের পর এক ম্যাচ হেরেছে এবং হেরেই চলেছে বাংলাদেশ। মুক্তির যেন কোনো পথ নেই। বোলারদের দারুণ প্রচেষ্টার পরেও বহুবার ব্যাটারদের ব্যর্থতাতে হারতে হয়েছে জেতা ম্যাচ। প্রথম ম্যাচেই ব্যাটারদের নির্বুদ্ধিতার প্রমাণ মিলেছে। অতিরিক্ত লেগ সাইডে শট খেলার প্রবণতা এবং তার মূল্য চুকিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসা – এটাই যেন বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং হাইলাইটস। দ্বিতীয় ম্যাচে সেখানে চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি।
বোলিংটা প্রথম ম্যাচে সেভাবে বাংলাদেশসুলভ হয়নি। আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড তুলে ফেলেছিল ১৮১ রান। সেই রান আরও কমে আটকে দিতে বোলারদের তাই দায়িত্ব নিতেই হবে। ব্যাটিংয়ের বেহাল দশার গল্পটা তো তাদেরও অজানা হওয়ার কথা নয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।